Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ঘড়িষার ইউনিয়ন

 

নড়িয়া সদর হতে ৫ কিঃমিঃ পূর্বে ইউনিয়ন অবস্থান।

উত্তরে চর আত্র, পূর্বে ভেদরগঞ্জ এর কাচিকাটা ইউনিয়ন, পশ্চিমে কেদারপুর ও ভূমখাড়া ইউনিয়ন এবং দক্ষিনে ডিঙ্গামানিক ও চরভাগা ইউনিয়ন পরিষদ।

 

১) নাম – ঘড়িসার ইউনিয়ন ।

২) আয়তন – ১০.২৫ (বর্গ কিঃ মিঃ)

৩)  (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী ২০১৪ সালের জুন মাস পাযন্ত মোট জনসংখ্যা ৪২০০৬ জন।)

৪) গ্রামের সংখ্যা – ১৮ টি।

৫) হাট/বাজার সংখ্যা -৩ টি।

৬) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/অটোরিক্সা।

৭) শিক্ষার হার – ৫৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬ টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

  কলেজ ১ টি

    মাদ্রাসা- ৬টি।

৮) বর্তমান চেয়ারম্যান – জনাব আঃ বর খাঁন

৯) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

১০) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

১১) ইউপি ভবন স্থাপন কাল – নাই।

১২) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – --/--/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

১৩) গ্রাম সমূহের নাম –

             সুরেশ্বর                  ইছাপাশা               আদম মনিরাবাদ

             কুরুকী মনিরাবাদ       চরমোহন ২                 চরমোহন ৩

             হালইসার               গোয়াল বাথান               নন্দনসার

             সিংহলমুড়ী             সুজাবাদ                     বাড়ৈপাড়া 

             বাহির কুশিয়া         আটপাড়া                     রাহাপাড়া

             উত্তর পাড়া            ভিতর কুশিয়া

১৪) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা- ২জন।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।